বুধবার, ১৩ জুন, ২০১২

কথা বলবে মজিলা ফায়ারফক্স

0 লিখুন পোস্ট সম্পর্কে

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে ব্রাউজ করার সময় যদি ব্রাউজারটি কোন টেক্সট (লেখা) শব্দ হিসাবে পড়ে শোনাতো তাহলে কেমন হতো! মাইক্রোসফট উইন্ডোজে টেক্সট টু স্পেস এর মতই ফায়ারফক্সের এ্যাড-অন্স দ্বারাও সাইটের যেকোন টেক্সট এক ক্লিকেই পড়ে শোনার ব্যবস্থা আছে। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/3552 থেকে মাত্র ১০ কিলোবাইটে স্পীকইট এ্যাড-অন্সটি ইনষ্টল করুন। ইনস্টল শেষে ফায়ারফক্সটি রিস্টার্ট করুন। এবার যেকোন টেক্সট যতটুক ইচ্ছা নির্বাচন করে মাউসের ডান বাটন ক্লিক করে পপআপ মেনুর নিচের Say It এ ক্লিক করলে তা পড়ে শোনাবে। এতে মাইক্রোসফটের (টিটিএস) টেক্সট টু স্পীস ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

Continue reading ...

হেল্পলাইন এক ক্লিকে একাধিক ফোল্ডার তৈরি

0 লিখুন পোস্ট সম্পর্কে
জরুরি প্রয়োজনে অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেক ফোল্ডার তৈরি করতে হয়। উইন্ডোজ ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকেই একাধিক ফোল্ডার তৈরি করতে পারেন। এ জন্য মাউসের বাঁয়ে ক্লিক করে New/Text document অপশনে গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেতটি (কোড) নোটপ্যাডে লিখুন:
MD My Music  Audio Videos Photos Image tone
এরপর File/save as থেকে নোটপ্যাডটি PRINCE+REJAUL.bat নামে সেভ করুন।
খেয়াল করুন, Create folder নামে একটি আলাদা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলে ক্লিক করলেই একসঙ্গে ১০টি ফোল্ডার তৈরি হয়ে যাবে। লক্ষ করুন, নোটপ্যাডের কোডে আপনি যে নামগুলো দিয়েছেন, সে নামেই ফোল্ডার তৈরি হয়েছে। ইচ্ছা করলে আপনি নিজের পছন্দমতো নাম নোটপ্যাডে স্পেস দিয়ে লিখে যত খুশি তত ফোল্ডার বানাতে পারবেন। তবে সংকেতের শুরুতে MD লিখতেই হবে
Continue reading ...

সোমবার, ১১ জুন, ২০১২

প্লেস্টেশনে বিস্ময়কর বই

0 লিখুন পোস্ট সম্পর্কে

বিখ্যাত হেরি পটারের জনক এবারে ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনির সঙ্গে কাজ করছে। ইথ্রি ২০১২’তে প্রকাশের লক্ষ্যে অবিশ্বাস্য যাদুবিদ্যা সংক্রান্ত বই সদৃশ্য প্রযুক্তিপণ্য (পেরিফেরাল) তৈরি করেছে তারা। বিশেষ বৈশিষ্ট্যের এই স্টোরিবুক পারস্পরিক ক্রিয়ামূলক।
পণ্যটি সম্পর্কে সনি জানান, প্লেস্টেশন থ্রি’র হোম কনসোলে পেরিফেরালটি চরম বিষ্ময়কর, এছাড়া সমৃদ্ধপূর্ণ বাস্তব প্রকৃতির বইয়ের  ক্ষেত্রে এটি অসাধারন এক প্লাটফর্ম। বই সদৃশ্য যাদুবিদ্যার পণ্যটির সঙ্গে আরো থাকছে হেরি পটারের কলম। যা যাদুবিদ্যার দন্ডরুপে ব্যবহৃত।

জেকে রাউলিং বলেন প্রযুক্তিপণ্যের জন্য এটাই তার প্রথম প্রকাশ এবং সেই উদ্দেশ্যে তিনি লিখেছে যার নাম দিয়েছে `দ্য বুক অব স্পেলস’।

পণ্যটির প্রয়োগবিধি সম্পর্কে জানানো হয়েছে, প্লেস্টেশনের আই এর মাধ্যমে নিয়ন্ত্রকের নড়াচড়া ও চালনার মাধ্যমে স্টোরিবুকের ট্যানডম বা অন্তর্ভূক্ত ছবিগুলো প্রাণবন্ত হয়ে উঠে। বইটিতে যুক্ত হয়েছে সমৃদ্ধশালী বাস্তবরুপী ছবি। রিডার বা খেলোয়াড় বইয়ের গল্পের অগ্রগতির ভিত্তিতে পারস্পরিক ক্রিয়া করতে পারে।

এই বুক অব স্পেলস খেলোয়াড়রা হগওয়ার্টস স্কুলে উইজার্ড বা যাদুবিদ্যার প্রশিক্ষণ নেয়। শিক্ষা নেওয়ার পর তাদের প্লেস্টেশনের সংযোগকৃত নিয়ন্ত্রক বা যাদুদন্ড ব্যবহার করে উপস্থাপন করতে হয়।

রাউলিং বলেন এটা প্রায় জাদুশক্তিহীন কিন্তু ক্ষমতা সত্যিকারের জাদুবিদ্যার মতই। তিনি আরও বলেন স্পেল আনার ক্ষেত্রে সনির নির্মাতা গোষ্ঠীর সাথে কাজ করে মজা পেয়েছি, বইটিতে তাদের কিছু গল্পও রাখা হয়েছে। এটা অসাধারণ, সুবিধাগুলো অন্যান্য বইয়ের মত নয়। সম্পূর্ণ ব্যতিক্রমী পড়ার অভিজ্ঞতা আসবে।

এরইমধ্যে যাদুবিদ্যার বইটি ব্যাপক আলোচিত হয়েছে। সনি বলছে কল্পিত গল্প এবং শিক্ষামূলক বই যুক্তের পরিকল্পনা ছিল, সে নিয়ে পূর্ব-ই৩ বৈঠক হয়েছে।

উল্লেখ্য, ওয়ান্ডারবুক প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে এ বছরের শেষে
Continue reading ...

তথ্যপ্রযুক্তি অদৃশ্য নিয়ন্ত্রণে ‘ফ্লেম’ ভাইরাস

0 লিখুন পোস্ট সম্পর্কে


কমপিউটারে ক্ষতিসাধনের উদ্দেশ্যে ব্যবহৃত সফটওয়্যারের নাম মেলওয়্যার। সম্প্রতি ‘ফ্লেম’ নামক মেলওয়্যার ভাইরাস বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। ২০১০ সালের জুন মাসে এ ফ্লেম ভাইরাসের সৃষ্টি। কমপিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা ফ্লেমকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন। এ ভাইরাস নিয়ন্ত্রণে চলছে গবেষণাও।

যুক্তরাষ্ট্রের পিসি নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দীর্ঘসময় ধরে এটি সক্রিয়। এ মুহূর্তে ফ্লেম  ‘অদৃশ্য হওয়ার নির্দেশ’ সম্পর্কে জেনেছে তারা।

অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান সিমেন্টেক ব্লগ সূত্র জানিয়েছে, এ মুহূর্তে ফ্লেমের ‘ কমান্ড অ্যান্ড কন্ট্রোলিং সার্ভার’ নতুন করে কতগুলো ক্ষতিগ্রস্ত পিসিতে কমান্ড পাঠিয়েছে। এ কমান্ড তৈরির উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত কমপিউটারে সম্পূর্ণভাবে ফ্লেম ভাইরাস অদৃশ্য করা। আর তাতে কোনো ধরনের প্রমাণের চিহৃ না রাখা।

গত দুবছর ধরে এ ভাইরাস শক্তি সঞ্চয় করছে। এর প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যের দেশ বিশেষ করে ইরান। যুক্তর‍াষ্ট্রের তৈরি ফ্লেম ভাইরাস সম্পর্কে পুরো বিশ্বই অবগত। এ ছাড়া ইসরাইলী নিরাপত্তা সার্ভিস, ইরানের বহুল আলোচিত নিউক্লিয়ার ড্রাইভের তথ্যাদি বাগিয়ে নিতে ফ্লেম কাজ করেছে।

বিশ্বের বৃহৎ অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা ক্যাসপারস্কি জানিয়েছে, এটি স্টাক্সনেটের চেয়ে ২০ গুণ বড়। ইরানি নিউক্লিয়ার প্রোগামের গোয়েন্দা কাজে এটি ব্যবহৃত হচ্ছে।

প্রতিবেদনে প্রকাশ, লেবাননের ওয়েস্ট ব্যাঙ্ক এবং হাঙ্গেরিতে এ ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়াও অস্ট্রেলিয়া, রাশিয়া, হংকং এবং যুক্তরাজ্যতেও এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

নিরাপত্তা গবেষকেরা বলছেন, ঘরোয়া পিসিও এর আওতামুক্ত নয়। গবেষকেরা বলছেন, ভ্রমণরত ল্যাপটপও এর নিয়ন্ত্রণের মধ্যে আছে। এ বিষয়টি সংক্রমণের সঙ্গে যুক্ত কি না তাও খুটিয়ে দেখ‍া হচ্ছে। গবেষকরা ফ্লেমের কার্যপদ্ধতি বিবেচনা করে মনে করছে, বিনিময়যোগ্য এ ভাইরাসের উদ্দেশ্যের ধরণ অনুযায়ী ইন্টারনেট যুগে এটি শক্তিশালী হাতিয়ার।

এর কার্যপদ্ধতি সম্পর্কে বলা হয়, এটি ইন্টারনেটে সম্প্রসারিত হয়। হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকা সার্ভার থেকে নিত্যনতুন কমান্ড করা হয় আক্রান্ত কমপিউটারগুলোতে। এ সময় ফ্লেম মাস্টার হতে একটি নির্দেশ আসে মেলওয়্যার অদৃশ্যের জন্য। শুধু তাই নয় এটি কোনো ধরনের চিহৃ রাখেনা।

কমপিউটারগুলোতে সেল্ফ-ডেস্ট্রাক্ট কমান্ড পাঠানোয় স্পষ্টভাবে এ ফ্লেম অনাবৃত হয় এবং অনুসন্ধান শুরু করে। আদেশ অনুযায়ী ফাইলের গঠন মুছে ফেলে। এরপর এলোমেলোভাবে অক্ষরের মাধ্যমে ডিস্ক পরিপূর্ণ করে। এতে মূল কোড আবার কাজ শুরু করে। তবে ক্ষতিগ্রস্ত কমপিউটারগুলো কিভাবে সেল্ফ-ডেস্টাক্ট কমান্ড গ্রহণ করে তা জানা যায়নি। এ ছাড়া মুল কেন্দ্রের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে বলে দৃঢ় বিশ্বাস রাখছে গবেষকরা।

কমপিউটার নেটওয়ার্ক থেকে তথ্য টেনে নিতে ফ্লেম কাজ করে। এটা কিস্ট্রোকস, ক্যাপচার স্ক্রিন ইমেজ আয়ত্ত্বে আনে। আর মাইক্রোফোনের মাধ্যমে কমপিউটারে ইভেসড্রপ বা আড়ি পাতার সুবিধা করে নেয়। এ ছাড়াও এটি ব্লুটুথ সক্ষমতার মেশিনের মাধ্যমে স্মার্টফোন এবং ট্যাবলেট পণ্যেতেও অনায়াশে প্রবেশ করে।
Continue reading ...

এশিয়াতে নকিয়া ‘৮০৮’

0 লিখুন পোস্ট সম্পর্কে






Print this E-mail this

এশিয়াতে নকিয়া ‘৮০৮’



এবারের ১৩ জুনেই ভারতের প্রবেশ করছে আলোচিত নকিয়া ‘৮০৮’ মডেল। তবে এ নিয়ে শুরু থেকেই নকিয়া বেশ গোপনেই কাজ করেছে। তবে গোপনীয়তা শেষ পর্যন্ত টেকেনি। এবারে তাই আনুষ্ঠানিকভাবেই নকিয়া ভারতে ‘পিউরভিউ ৮০৮’ মডেলের উন্মোচনের ঘোষণা দিল।

এর আগে তথ্যভিত্তিক গুজবে বেড়িয়ে এসেছে এর সম্ভাব্য দাম। এ মুহূর্তে ভারতে এ পণ্যের সম্ভাব্য দাম ৩০ হাজার রুপি।

নকিয়া ‘পিউরভিউ ৮০৮’ মডেলের এটি প্রথম সুপারফোন। এমনটাই বলছে নকিয়া। ছবির বিশ্বকে একেবারেই বোকা বানিয়েছে এ সুপারফোন। এ সুপারফোনের উন্নয়ন করেছে একেবারেই অগোচরে। এর ফলে ডিজিটাল ক্যামেরার বাজারে বড় ধরনের ধাক্কা লাগবে। এমন তথ্যই পেয়েছেন বাজার বিশ্লেষকেরা।

নিন্দুকদের কড়া সমালোচনার জবাবে নকিয়া এবার স্মার্টফোন নয়, বরং একেবারে সুপারফোন নিয়ে হাজির হচ্ছে। আর নকিয়া ৮০৮ মডেলের বৈশিষ্ট্যগুণ মোটেও এর বিপক্ষে সাফাই গাইছে না। এর সপক্ষে বিশ্লেষকেরাও অভিমত দিয়েছেন।

এ মুহূর্তে অ্যাপল, স্যামসাং এবং গুগলের স্মার্টফোনের তান্ডবে একেবারেই কোণঠাসা নকিয়া। এরই মধ্যে বিশ্বের স্মার্টফোনের টপ চার্ট থেকেও ছিটকে গেছে নকিয়া।

বিশ্বজুড়ে একেবারেই নিজস্ব ঘরানার অপারেটিং সিস্টেম ‘সিম্বিয়ান’ ব্যবহার করায় হাড় কাঁপানো সমালোচনা কুঁড়িয়েছে নকিয়া। অন্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলো মাইক্রোসফটের উইন্ডোজ ফোন এবং অ্যানড্রইড অপারেটিং ব্যবহার করে প্রতিযোগিতায় শক্ত অবস্থানে আছে।

পিউরভিউয়ের দৃষ্টিতে নকিয়া ৮০৮ মডেলের সঙ্গে লুমিয়া ৯০০ মডেলের সাদৃশ্য আছে। তবে মেগাপিক্সেলের হিসাবে লুমিয়া ৯০০ এর চেয়ে অনেক বেশি এগিয়ে নকিয়া পিউরভিউ৮০৮।

১৯৯০ সালে নকিয়া ফোনে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম যুক্ত হয়। কিন্তু সময়ের দ্রুত উন্নয়নে অ্যাপ এবং উইন্ডোজ ফোন সিস্টেমনির্ভর সামাজিক মিডিয়ার ব্যাপক প্রসারে এ প্রতিযোগিতায় নকিয়া হঠাৎ করেই ছিটকে পড়ে।

এবার নকিয়ার ফিরে আসার পালা। আর এমনটা করতেই নকিয়া ৪১ মেগাপিক্সেলের সুপারফোন ‘পিউরভিউ ৮০৮’ মডেল নিয়ে এসেছে। গবেষণাপ্রতিষ্ঠান ওভামের প্রধান গবেষক টনি ক্রিপস জানান, এ মুহূর্তে মোবাইল বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে সিম্বিয়ানের সবশেষ সংস্করণ ‘বেলি’ নিয়ে আসছে নকিয়া ৮০৮।
Continue reading ...

6120c Black Screen Problem DONE

0 লিখুন পোস্ট সম্পর্কে
6120c NOKIA Black Screen Problem
almost whole day before i perfect this unit. that IC come from 2630 KEYPAD IC
Continue reading ...

শনিবার, ৯ জুন, ২০১২

Nokia C7 Reset Code, format and hard reset procedures

0 লিখুন পোস্ট সম্পর্কে
mportant: To proceed to reset, the battery must be full and the
mobile device connected to the charger. If during the course of reset,
the mobile stop receiving electricity it can ruin the internal flash
memory of the mobile device and stop function.


Nokia C7-00 reset code
There is one more combination number which can be used for the all Symbian phones. The combination of the numbers of the *#7370# and also the *#7780# can be used for the Hard reset option. This is only used for the Symbian phones and not for any of the phones. The code may or may not full proof but it has yielded better results in many of the Symbian phones and should also work for the C7.

Code to reset the Nokia C7-00
1.- Basic Reset or Soft Reset for nokia C7-00

This option restores the .ini files from the ROM.
Does not erase data (photos, videos, documents) or applications from
a third party. Key Code *# 7780 # (click this combination of keys on the
keyboard in the mobile)
2.- Total Reset or Hard Reset for nokia C7-00

This option restores the original operating system from the ROM.
Formats the C: partition and deletes all data including the memory
card. Key Code *#7370# (click this combination of keys on the keyboard
in the mobile)


How to reset nokia C7-00
The following procedure should be carried out for hard reset of the Nokia C7 phones:

   1. Simultaneously hold the home button, camera button and the volume button.
   2. After that with the same buttons you got to click the power on button until the phone vibrates.
   3. After the procedure is complete release the power on button while still holding the three buttons simultaneously and you got to wait till you hear the nokia sound.

This will hard reset your mobile phone and you got to wait till all the processes are carried out and it will take some time.

However hard resetting can cause you the lose of all the important data that you have in your phone. If you have got a virus related issue then you can try the various virus console that are available in the computers and also try the nokia system's virus console where you get to learn the different virus that can affect the Symbian phone.

If the above steps are not working for your phone then you can contact the Nokia care system support team which will provide you help with all the software related issues. You have an another option that you can contact the retailer regarding the issue and he will surely give you a better view as to how the hard reset can be done on your phone. The hard reset option takes some time so you have to wait until all the set processes are over as it deletes all the files that are present in it and also depends on phone as to how much efficiently it will work.
Continue reading ...

Nokia E63 MIC Problem Repair Solution Guide

0 লিখুন পোস্ট সম্পর্কে
This is the Nokia E63 solution for Not Working MIC or mouthpiece microphone problem. This solution shows some hints on how to fix the problem.

The Nokia E63 used a five pin digital mic knopfler, unlike the oldest designed which is only analog.
To fix the e63 mic problem, you may locate the mic's circuit and proceed some simple steps like the following below.


nokia e63 mic jumper ways tracks
http://hallotips.blogspot.com
Repair hints on Nokia E63 MIC problem:
1. Try to flash the device to any available flash firmware version.
2. Try to replace the DIGI MIC module.
3. Check the Mic's supply voltage line paths.
4. Check/replace the capacitor and the resistor.
5. Rework the AVILMA IC.http://hallotips.blogspot.com
Continue reading ...

How to Hard Reset Samsung Galaxy Y S5360 reformat to factory default settings

0 লিখুন পোস্ট সম্পর্কে
he Samsung Galaxy Y S5360 to it's original factory default settings. This process is useful if you experience some lag, frozen, hang or unresponsive issues. This is not advisable on some part, for it will wipe and delete all data stored from your Samsung Galaxy Y, so just ensure to make a back-up copy of all of the important files you had on your device.


The most often method when the device hangs or just it frozen, is to remove the battery out after a couple of seconds and then putting it back again. To reset your device just dial this code *2767*3855#, this will reset your phone automatically once rebooted.

But sometimes the code may not always useful specially when your Samsung Galaxy Y is frozen and become unresponsive or in other sever hang problem like it just hangs on welcome screen logo. To fix it, just then again remove the battery out, then put it back again. Don't power it ON yet, just press and hold the Volume Up, Center button and Power button at the same time. A menu will then appear that let choose with an option. Just use the volume button to toggle and select the wipe data/factory reset, that will then reset your Galaxy Y to it's factory default settings.
Continue reading ...

Nokia 5130 No Network and Dropping Signal Problem Solution

0 লিখুন পোস্ট সম্পর্কে

Nokia 5130 No Network and Dropping Signal Problem Solution

 

This solution covers and may possibly help fix the Nokia 5130 with  No network or dropping Signal problem. The solution below shows the RF circuit of the Nokia 5130 Xpressmusic device that where we can establish a check up procedures.

Note before doing any hardware troubleshooting, you may first try to restore the device firmware on any latest firmware available. If the software calibration did not fix the problem you may then proceed to hardware troubleshooting. 

Nokia 5130 No network Signal Solution

 

To fix a dropping signal like it shows a signal when freshly powering up the phone then after a few seconds the signal lost. In this problem you may replace the PA IC. Check first the supply voltage of that said IC before replacing it.
For a total No network signal shown on the device, check all the supply voltages across on its corresponding RF chips. If all the voltage readings were all okay, replace both PA and the RF chip alternately.
Continue reading ...

বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২

0 লিখুন পোস্ট সম্পর্কে

Continue reading ...
0 লিখুন পোস্ট সম্পর্কে

Continue reading ...

NOKIA 1202-1203 Light Sulotion

0 লিখুন পোস্ট সম্পর্কে

NOKIA 1202-1203 Light Sulotion


NOKIA 1200-1208 Mic Microphones Sulotion

Continue reading ...

NOKIA 1202-1203 Network Sulotion

0 লিখুন পোস্ট সম্পর্কে
If you have further Questions please don’t hesitate to ask me.
Continue reading ...

Nokia 2700 classic keypad problem solution not working.

0 লিখুন পোস্ট সম্পর্কে

your 2700c all kepad ok but some kepad notwork solved this photo.

Continue reading ...

রবিবার, ৩ জুন, ২০১২

1200 local & test mode problem

0 লিখুন পোস্ট সম্পর্কে
1200 local & test mode problem
Continue reading ...

1200-1202-1208 mic jumper

0 লিখুন পোস্ট সম্পর্কে

Nokia 1200 has a similar board with Nokia 1208, here mobile repair provide the microphone problem picture solution for them. The first step to repair mic problem is to check the microphone first by using the Ohm meter, after you pass this step, you can check the path by using the schematic diagram guide. Here, we also provide the jumper guide for Nokia 1200 mic problem, we have two pictures. Download the picture for your references.
Continue reading ...

1200.1202. kypad solution,problem

0 লিখুন পোস্ট সম্পর্কে


Keypads work on Nokia 1200 and Nokia 1208 is set by a driver, the keypad problem on that phone usually caused by damaged driver. To repair it, we have to replace the driver, but usually the part is quite hard to find in the market. For the alternative ways, we can take the spare parts from the broken board. Another ways is to do the jumper technique, you can do it by following the picture below. If you are not expert in the field of hardware, We don't recommend you to do this
Continue reading ...

মঙ্গলবার, ৮ মে, ২০১২

sex tips 3

0 লিখুন পোস্ট সম্পর্কে
 
Posted by Picasa
Continue reading ...
0 লিখুন পোস্ট সম্পর্কে

Continue reading ...

sex tips for sexy men women

0 লিখুন পোস্ট সম্পর্কে
 
Posted by Picasa
Continue reading ...
0 লিখুন পোস্ট সম্পর্কে
                   
Posted by Picasa
Continue reading ...

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

শুক্রবার, ৯ মার্চ, ২০১২

জীবনের অঙ্ক ও কোকাকোলার গাড়ি

0 লিখুন পোস্ট সম্পর্কে

মানুষের জীবন অঙ্কনির্ভরজীবনের অঙ্ক ভুল হওয়া মানেই কর্মক্ষেত্রে বিপর্যটা ঘটাযার জীবনের অঙ্ক যতো নির্ভুল তার জীবন ততো স্বচ্ছো ও নির্মলহাটখোলার মোড় থেকে প্রকাশিত দৈনিকটির একটি বিজ্ঞাপনের ভাষ্য থেকে ওপরের অংশটুকু নেয়া বিজ্ঞাপনের শিরোনাম জীবনের অঙ্কপাঠকরা ইতিমধ্যেই টের পেয়েছেন, এটি একজন জ্যোতিষ বাবাজির বিজ্ঞাপনতিনি অভয় দিয়ে জানাচ্ছেন, যাদের জীবনের অঙ্ক মিলছে না- তাদের জীবনের অঙ্ক মিলিয়ে দেবেনমহ প্রচেষ্টা নিঃসন্দেহেযুগে যুগে এসব ধর্মাবতাররা মানুষের জীবনের অঙ্ক মিলিয়ে দেবার জন্য কতোই না কষ্ট করেছেনপরিশ্রম করে, বুদ্ধি খাটিয়ে, নানা রকম ফন্দি-ফিকির বের করেছেন, যাতে করে বোকা, অসহায়, অদৃষ্টবাদী মানুষের জীবনের অঙ্ক মিলিয়ে দেওয়া যায়বিনিময়ে তারা কিইবা পান- সমাজে যথেষ্ট সম্মান পান না, আমার মতো দুপাতা বিজ্ঞান পড়া লোকেরা তাদের নিয়ে ইয়ারকি-ফাজলামো করেশুধু তাই নয়, ইনকাম ট্যাক্সের লোকজনও মাঝে-মধ্যে জ্বালাতন করেভাবখানা- না জানি কতো টাকা তারা কামিয়ে নিচ্ছেনকেউ যদি কলাটা মূলোটা দেয়- তা নেওয়া কি দোষেরপাঠক, আপনিই বিচার করুন
যাকগে, অঙ্কবিদের কথা থাকবরং জীবনের অংকের উপত্তিটা খোঁজা যাকপ্রাচীন গ্রীসের এক গণিতবিদ পিথাগোরাস। (ভদ্রলোকের নাম বহুল পরিচিতস্কুল জীবনে তার নামে পরিচিত একটি জ্যামিতিক উপপাদ্য বিশ্লেষণে অক্ষম হয়ে মাস্টার মশাইয়ের চড়-থাপ্পড় খাওয়ার ইতিহাস সহজে ভুলে যাবার নয়)পিথাগোরাস শুধু গণিতবিদ ছিলেন না, তিনি একজন দার্শনিকও ছিলেনবলা হয় দার্শনিক, মানে ফিলজফার, শব্দটি তিনিই প্রথম ব্যবহার করেনএই পিথাগোরাস মনে করতেন জগতের সবকিছুর মূলে রয়েছে সংখ্যাপিথাগোরাস ও তার শিষ্যদের (পিথাগোরিয়ান নামে পরিচিত) চেষ্টায় এই সংখ্যা তত্ত্বের (?) বিকাশতারা মানুষদেরও সংখ্যা দিয়ে প্রকাশ করতেনএই সংখ্যা মেলানোর ব্যাপার থেকেই আধুনিক প্রতারণা তত্ত্ব নিউমারোলজির উদ্ভব ও বিকাশনিউমারোলজিতে বলা হয়Ñ প্রাণীদের মতো সংখ্যারও চরিত্র আছে! (সর্বনাশ!) যেমন- জোড় সংখ্যার মানেই অশুভজোড় সংখ্যারা হলো স্ত্রীউল্টোদিকে বেজোড় সংখ্যা পুরুষ, তারা শুভ সূচক। (বোঝা যায়, পিথাগোরিয়ানরাও নারীবিদ্বেষী ছিলেন)এছাড়া ১ থেকে ৮-এই সংখ্যাগুলোর আলাদা স্বভাব১-কর্মঠ ও ইতিবাচক, ২-আলসে আর ভিতু, ৩-ভাগ্যবান, ৪-বাস্তবজ্ঞানসম্পন্ন, ৫-অভিযানপ্রিয়, ৬-গৃহী, ৭-সন্ন্যাসী, ৮-সংসারী ইত্যাদিঅবশ্য এসব নিয়ে আবার কিছু মতভেদও আছে
প্রত্যেক মানুষের জন্ম তারিখ বা তার নামের বর্ণগুলোর যোগফল তার ব্যক্তিত্ব ও ভবিষ্য সম্পর্কে অনেক কথা বলতে পারে বলে নিউমারোলজিতে বলা হয়, (চাপাবাজি আর কি!) এক্ষেত্রে ৯ থেকে বড় সংখ্যার অঙ্কগুলো পাশাপাশি যোগ করে নিতে হবেযেমন- ২৩৮ হবে ২+৩+৮ ১৩ = ১+৩ =৪
এভাবে জন্মদিনের তারিখ প্রত্যেকের শুভ সংখ্যাসপ্তাহের কোনদিন ছিল জন্মদিন সেই সংখ্যাও নাকি শুভশুভ সংখ্যার সঙ্গে নামের সংখ্যায় মিল করার জন্য অনেকে নামের বানানও পরিবর্তন করে ফেলে! এই ধরনের প্রচেষ্টার ফলে অনেক সময় আবদুল হয় আবদেল, কমলা হয় ক্যামেলিয়া কিংবা সলিমুদ্দি হয় সেলিম-দীন ইত্যাদি
নিউমারোলজি একটি প্রমাণিত চাপা শাস্ত্র হওয়ার পরেও মানুষের অজ্ঞতা ও অলৌকিকত্বে বিশ্বাসকে পুঁজি করে একদল অঙ্কবিদতাদের সম্পদ গড়ে তুলছেজ্ঞানবিজ্ঞানের ভালো রকমের প্রসার না হলে এসব জোচ্চারদের হাত থেকে সমাজের নি®কৃতি নেইমুশকিল হচ্ছে, এ সবের বিরুদ্ধে লড়ার মতো লোকবলের বড়োই অভাব
একটি বহুজাতিক কোম্পানি তাদের কোমল পানীয় পানের সঙ্গে গাড়ি, টাকা, ফুটবল পুরস্কার দিচ্ছেপত্রিকান্তরে প্রকাশিত খবরগুলো থেকে দেখা যায়, গাড়ি পাবার আশায় কোমল পানীয়ের প্রতি মানুষের আকর্ষণ াত্যাধিক বৃদ্ধি পেয়েছেবাংলাদেশের বিখ্যাত পীর/জ্যোতিষদের কেই কি আমাকে বলতে পারবেন, কোন পাথর ব্যবহার করলে আমি অবশিষ্ট দুখানা গাড়ির একটির মালিক হতে পারবো?
Continue reading ...

প্রতারণার কোয়ান্টাম মেথড

0 লিখুন পোস্ট সম্পর্কে

কয়েক মাস আগে কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনের একটি অনুষ্ঠানের খবর আমরা জানতে পারি পরদিন প্রকাশিত দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকের পরিবেশিত সংবাদ থেকেএর শিরোনাম ছিল আচ্ছন্ন তন্দ্রায় নাকডাকা প্রশান্তিখবরের অংশ বিশেষ- ভার্সিটির ছাত্র, শিক্ষক সরকারী অফিসার ও উসুক তরুনেরা মহাজাতকের প্রশান্তিকরণ ক্যাসেটের সুরময় অনুনাদে দুই দুইবার আচ্ছন্ন তন্দ্রায় নাকও ডাকিতে শুরু করেন। ... জাতীয় অধ্যাপক প্রফেসর নুরুল ইসলাম এটিকে কেবল উকণ্ঠা নয়, ৪০ ভাগ শারীরিক জরামুক্তির সংগ্রাম হিসেবেও মূল্য দিয়াছেনউক্ত সভার প্রধান বক্তা শহীদ আল বোখারী (মহাজাতক) যেসব জ্ঞানগর্ভ উপদেশ খয়রাত করেন তার মূল কথা হলো- একমাত্র আহাম্মকের ভবিষ্য ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়ঐ দিনের ঐ দৈনিকেরই প্রথম পাতায় একটি বিজ্ঞাপন ছাপা হয়েছেবিজ্ঞাপনটির অংশবিশেষ- নিজেই নিজের ভাগ্য নিয়ন্তা হোনমাত্র ২৮ ঘণ্টায় ব্যর্থতা থেকে সাফল্যের পথে যাত্রা শুরু করুনমন নিয়ন্ত্রণের মাধ্যমে এখন বিশ্বে লক্ষ লক্ষ মানুষ নিজের ভাগ্যকে পরিবর্তন করছেবরেণ্য ভবিষদ্রষ্টা ও যোগ-গুরু মহাজাতক এখন শেখাচ্ছেন মন নিয়ন্ত্রণের সর্বাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি কোয়ান্টাম মেথড...
বিজ্ঞাপনের ভাষ্য অনুযায়ী এর মাধ্যমে ছোট বড় নারী-পুরুষকে প্রভাবিত করার ক্ষমতা অর্জন থেকে শুরু করে অর্থ-বিত্ত, ব্যবসা, পদোন্নতি, খ্যাতি ইত্যাদি সবই পাওয়া যাবেকোর্সটি হবে ঢাকার একটি অভিজাত হোটেলেবিজ্ঞাপনে অবশ্য কোর্স ফি উল্লেখ করা হয়নিতাহলে জানা যেত, আহাম্মকদের ঘাড়ে মহাজাতক কত টাকার কাঁঠাল ভেঙ্গে খাচ্ছেনমন নিয়ন্ত্রণের বৈজ্ঞানিকপদ্ধতি বলে আসলে কিছু নেইতদুপরি- সেটা কোয়ান্টামহবার কোনো কারণও নেইপদার্থবিজ্ঞানের যে শাখাটি কোয়ান্টাম পদার্থবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্স নামে পরিচিত, তার সঙ্গে এই কোর্সের কোন সম্পর্ক নেইআছে প্রতারণার সম্পর্ককোয়ান্টাম বিজ্ঞান সম্পর্কে জনসাধারণের অজ্ঞতা এবং উক্ত শব্দটির আলাদা একটি ব্যঞ্জনা ব্যবহার করে প্রতারণা করার পুরোনো কৌশল
চটকদার বুলি আউড়ে মানুষকে প্রতারণা করার এই কৌশল নতুন নয়মানুষের অজ্ঞতাকে পুঁজি করে যেসব প্রতারক তাদের প্রাসাদ তৈরি করছে, এগুলো তাদের নিত্যদিনকার ব্যাপার আমাদের মতো দেশে, যেখানে অজ্ঞতা ও কুসংস্কারের বেড়া অনেক বড়; ভক্তি ও শক্তির যেখানে রাজকীয় যোগাযোগ, সেখানে হরহামেশা এসব ঘটনা ঘটবে এ আর নতুন কি! প্রতারকদের এসব অনুষ্ঠানে সমাজের জ্ঞানী গুণীরাও থাকবেন, এ তো আমরা হর-হামেশা দেখছিও
মানুষকে ঠকানোর জন্য আজতক যেসব পদ্ধতি মানুষ উদ্ভাবন করেছে, সম্ভবত জ্যোতিষশাস্ত্র তার শীর্ষ স্থানটি দখলে রাখতে পারেসেই অনেককাল আগে থেকে জ্যোতিষচর্চার নামে, ভাগ্য গণনার নামে মানুষকে প্রতারিত করে আসছে একদল সুযোগসন্ধানী মানুষহাল আমলে এই ধরনের ব্যবসায় নতুন মাত্রা যোগ করার জন্য অপরিহার্য হয়ে উঠেছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারবিশ শতকের শেষ দশকে বিজ্ঞানের বিজয় রথ পূর্ণ বেগে ছুটে চলেছেএ সময় তাই যে কোনো বিষয়ে বিজ্ঞানের কোন ব্যাপার জুড়ে দিতে পারলে তা হয় আরো জোরালো
মানুষের চাঁদে যাওয়ার বিষয়টি যে সত্য নয়, বরং তা করো কারো ধর্মীয় বিশ্বাসের বারোটা বাজানোর জন্য বিধর্মীদের ষড়যন্ত্র-এমন ধারা ধ্যান-ধারণায় বিশ্বাসী লোকের সংখ্যাও কম নয় এদেশেযে কোনো প্রাকৃতিক দুর্ঘটনাকে কোন বিশেষ ঘটনার সঙ্গে জড়িয়ে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টায় রত অনেক লোকএচক্রটি বেশ শক্তিশালীচানখারপুলের এলেম দ্বারা তদবির করে যে লোক, উট জবেহ করে জন্ম উসব পালনকারী কিংবা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত মন্ত্রী যে কিনা আধ্যাত্মিক পাউডারের বিজ্ঞাপনে মডেল হয়, তারা সকলেই এক সূত্রে গ্রথিতএদের সবারই উদ্দেশ্য এক, জনগণকে সত্যের স্বরূপ জানা থেকে বিরত রাখা
বিজ্ঞানের চলতি উন্নয়নের সঙ্গে নিজেদের প্রতারণা ব্যবসাকে আত্মীকরণের জন্য বিভিন্ন অপকৌশল ব্যবহৃত হয়ে আসছে অনেক দিন ধরেআলোচ্য কোয়ান্টাম মেথড-এর একটি উদাহরণ মাত্রনিয়মিত যারা হাটখোলার মোড়ের বিজ্ঞাপন নির্ভর দৈনিকটি পড়েন, তারা নিশ্চয়ই এই জাতীয় আরো প্রচারণা লক্ষ্য করে থাকবেনএ মুহূর্তে আমার আর একটি বিজ্ঞাপনের কথা মনে পড়ছে, যার ভাষ্য ছিল অনেকটা এরূপ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনষ্টাইন বলেছেন, পদার্থ ও শক্তি এককাজেই, আপনার শরীর আসলে শক্তিই, অর্থা কিনা আলোবিভিন্ন ধরনের পাথরের রয়েছে আলোকে প্রতিফলিত, প্রতিসরিত করার ক্ষমতাকাজেই পাথর আলোর মাধ্যমে আপনার শরীরকে প্রভাবিত করে কারণ আপনি নিজে আলোচঅতএব সঠিক পাথর ব্যবহার করে নিজের ভাগ্য গড়ে তুলুনবাক্য বিন্যাস হুবহু এমত না হলেও বক্তব্য ছিলো এমনইসাধারণভাবে, বিজ্ঞান না জানা এবং অল্প বিজ্ঞান জানা ব্যক্তিদের জন্য এটি বেশ কনভিনসিংবিজ্ঞাপনটির বৈশিষ্ট্যগুলো লক্ষ্যণীয়ব্যবহৃত হয়েছে এমন একজন বিজ্ঞানীর নাম, যার পরিচিতি খুব ব্যাপকএখানে বিজ্ঞানের একটি তথ্য (শক্তি ও পদার্থ আসলে এক) পর্যন্ত ঠিক আছেকিন্তু এ থেকে যে সিদ্ধান্ত টানা হচ্ছে (আপনার শরীর আলো দ্বারা গঠিত) তা মোটেই সত্য নয়এভাবে সত্য থেকে মিথ্যায় উপনীত হবার যে টেকনিক উক্ত প্রতারক উদ্ভাবন করেছে তার কোন তুলনা হয় নাশক্তি ও পদার্থের অভিন্নতার তথ্যটিকে কাজে লাগিয়ে প্রতারক তার কাঙ্খিত ভবিষ্য গড়ে তুলছেন
হয়তো কিছু দিনের মধ্যে কম্পিউটারে ভাগ্য গণনাও শুরু হয়ে যাবে এদেশেফরচুন টেলারনামে এই ধরনের সফটওয়্যার এখন রয়েছেওএতে প্রথমে কোন ব্যক্তির জন্ম তারিখ (সঠিক দিন-ক্ষণ) ইনপুট হিসেবে দেয়া হয়, এর পর সফটওয়্যার উক্ত ব্যক্তির ভবিষ্য জীবন সম্পর্কে তথ্য দিতে থাকে- এর মধ্যে থাকে ব্যক্তি জীবন, পারিবারিক অবস্থা, অর্থকরী, সঠিক পেশা ইত্যাদিসঠিক দিনক্ষণ দিতে না পারলেও আপত্তি নেইব্যক্তির কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বাড়তি ইনপুট হিসাবে দেয়া হয়এরপর বের হয়ে আসে ভবিষ্যতের পঞ্জিকা
এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে অজ্ঞ ও মূখ্য লোককে প্রতারিত করাটা সহজএমনকি চমকে দেয়া যায় অনেক শিক্ষিত লোককেও অথচ একটু ভাবলেই বোঝা যায়, কম্পিউটার প্রোগ্রাম কোনো ব্যক্তির ভবিষ্য সম্পর্কে কিছু বলতে পারে নাএ ধরনের সফটওয়্যার সম্পর্কে প্রিয় পাঠকদের যদি কোনো সংশয় থাকে, তাহলে ইনপুট হিসেবে কোন মৃত ব্যক্তির জন্মক্ষণ দিয়ে দেখতে পারেনফরচুন টেলারউক্ত ব্যক্তির চমকার ভবিষ্যবর্ণনা করতে থাকবে
বিজ্ঞানের ক্রমবর্ধমান উন্নতি ও জ্ঞানকে নিজেদের সংকীর্ণ পরিমন্ডলে ব্যবহার করার আর একটি প্রবণতার উল্লেখ সম্ভবতঃ অপ্রাসঙ্গিক হবে নাদ্বিতীয় এ দলটি, প্রথম ও সাধারণ প্রতারক দলের চেয়ে ভিন্নতর, উদ্দেশ্যে ও কাজের ধারায়সাধারণ প্রতারকদের মূল লক্ষ্য হল, নিজেদের আর্থিক ও বৈষয়িক উন্নতিআর এই দলটির পরোক্ষ উদ্দেশ্য অর্থ ও ক্ষমতা লোভ হলেও বাহ্যতঃ এরা নিজেদেরকে অন্যভাবে উপস্থাপন করেতাদের ভাব হল, মানব জাতিকে উন্নতির পথ দেখানোর কাজে তারা নিয়োজিত
এদের সঙ্গে যুক্ত হয়েছে কতিপয় জ্ঞানপাপীনিজের আওতা বহির্ভূত ক্ষেত্রে জ্ঞান ফলানোতে আগ্রহী এসব জ্ঞানপাপীরা প্রবলভাবে দেশকে অন্ধকার ও মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়সাধারণভাবে, জনগোষ্ঠীর মধ্যে বিজ্ঞান চেতনার ব্যাপক প্রসারই কেবল এসব প্রগতি বিরোধিতার উপযুক্ত জবাব হতে পারেকিন্তু কে তা করবে?
Continue reading ...
 

WELCOME_PRINCE COMPUTER & MOBILE SOFTWARE. - Copyright © 2012 - All Rights Reserved | Blogger Theme by BTDesigner | Proudly powered by Blogger