সোমবার, ১১ জুন, ২০১২

এশিয়াতে নকিয়া ‘৮০৮’







Print this E-mail this

এশিয়াতে নকিয়া ‘৮০৮’



এবারের ১৩ জুনেই ভারতের প্রবেশ করছে আলোচিত নকিয়া ‘৮০৮’ মডেল। তবে এ নিয়ে শুরু থেকেই নকিয়া বেশ গোপনেই কাজ করেছে। তবে গোপনীয়তা শেষ পর্যন্ত টেকেনি। এবারে তাই আনুষ্ঠানিকভাবেই নকিয়া ভারতে ‘পিউরভিউ ৮০৮’ মডেলের উন্মোচনের ঘোষণা দিল।

এর আগে তথ্যভিত্তিক গুজবে বেড়িয়ে এসেছে এর সম্ভাব্য দাম। এ মুহূর্তে ভারতে এ পণ্যের সম্ভাব্য দাম ৩০ হাজার রুপি।

নকিয়া ‘পিউরভিউ ৮০৮’ মডেলের এটি প্রথম সুপারফোন। এমনটাই বলছে নকিয়া। ছবির বিশ্বকে একেবারেই বোকা বানিয়েছে এ সুপারফোন। এ সুপারফোনের উন্নয়ন করেছে একেবারেই অগোচরে। এর ফলে ডিজিটাল ক্যামেরার বাজারে বড় ধরনের ধাক্কা লাগবে। এমন তথ্যই পেয়েছেন বাজার বিশ্লেষকেরা।

নিন্দুকদের কড়া সমালোচনার জবাবে নকিয়া এবার স্মার্টফোন নয়, বরং একেবারে সুপারফোন নিয়ে হাজির হচ্ছে। আর নকিয়া ৮০৮ মডেলের বৈশিষ্ট্যগুণ মোটেও এর বিপক্ষে সাফাই গাইছে না। এর সপক্ষে বিশ্লেষকেরাও অভিমত দিয়েছেন।

এ মুহূর্তে অ্যাপল, স্যামসাং এবং গুগলের স্মার্টফোনের তান্ডবে একেবারেই কোণঠাসা নকিয়া। এরই মধ্যে বিশ্বের স্মার্টফোনের টপ চার্ট থেকেও ছিটকে গেছে নকিয়া।

বিশ্বজুড়ে একেবারেই নিজস্ব ঘরানার অপারেটিং সিস্টেম ‘সিম্বিয়ান’ ব্যবহার করায় হাড় কাঁপানো সমালোচনা কুঁড়িয়েছে নকিয়া। অন্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলো মাইক্রোসফটের উইন্ডোজ ফোন এবং অ্যানড্রইড অপারেটিং ব্যবহার করে প্রতিযোগিতায় শক্ত অবস্থানে আছে।

পিউরভিউয়ের দৃষ্টিতে নকিয়া ৮০৮ মডেলের সঙ্গে লুমিয়া ৯০০ মডেলের সাদৃশ্য আছে। তবে মেগাপিক্সেলের হিসাবে লুমিয়া ৯০০ এর চেয়ে অনেক বেশি এগিয়ে নকিয়া পিউরভিউ৮০৮।

১৯৯০ সালে নকিয়া ফোনে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম যুক্ত হয়। কিন্তু সময়ের দ্রুত উন্নয়নে অ্যাপ এবং উইন্ডোজ ফোন সিস্টেমনির্ভর সামাজিক মিডিয়ার ব্যাপক প্রসারে এ প্রতিযোগিতায় নকিয়া হঠাৎ করেই ছিটকে পড়ে।

এবার নকিয়ার ফিরে আসার পালা। আর এমনটা করতেই নকিয়া ৪১ মেগাপিক্সেলের সুপারফোন ‘পিউরভিউ ৮০৮’ মডেল নিয়ে এসেছে। গবেষণাপ্রতিষ্ঠান ওভামের প্রধান গবেষক টনি ক্রিপস জানান, এ মুহূর্তে মোবাইল বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে সিম্বিয়ানের সবশেষ সংস্করণ ‘বেলি’ নিয়ে আসছে নকিয়া ৮০৮।
Share this article :

0 লিখুন পোস্ট সম্পর্কে:

একটি মন্তব্য পোস্ট করুন

 

WELCOME_PRINCE COMPUTER & MOBILE SOFTWARE. - Copyright © 2012 - All Rights Reserved | Blogger Theme by BTDesigner | Proudly powered by Blogger